নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে ।।


নমস্তে শরণ্যে শিবে সানুকম্পে, নমস্তে জগদ্ব্যাপিকে বিশ্বরূপে ।

নমস্তে জগদ্বন্দ্যপদারবিন্দে, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে ।। 

নমস্তে জগাচ্চিন্ত্যমান স্বরূপে, নমস্তে মহাযোগিনী জ্ঞানরূপে । 

নমস্তে সদানন্দ নন্দ স্বরূপে, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে ।। 

অনাথস্য দীনস্য তৃষ্ণাতুরস্য, ভয়ার্ত্তস্য ভীতস্য বদ্ধাস্যজন্তোঃ । 

ত্বমেকা গতির্দেবি নিস্তার কর্ত্রী, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে ।। 

অরণ্যে রণে দারুনে শত্রুমধ্যে, অনলে সাগরে প্রান্তরে রাজগৃহে ।। 

ত্বমেকা গতির্দেবি নিস্তারহেতু, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে ।। 

অপারে মহাদুস্তরে অত্যন্ত ঘোরে, বিপৎসাগরে মজ্জাতাং দেহভাজাম্ । 

ত্বমেকা গতির্দেবি নিস্তার নৌকা, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে ।। 

নমশ্চন্ডিকে চণ্ডদ্দোর্দন্ডলীলা, লসৎ- খন্ডিতাখন্ডলাশেষাভীতে । 

ত্বমেকা গতির্বিঘ্ন সন্দোহহন্ত্রী , নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে ।। 

নমো দেবি দুর্গে শিবে ভীমনাদে, সরুস্বত্যরুন্ধন্ত্যমোঘ স্বরূপে । 

বিভূতিঃ শচী কালরাত্রি স্বরূপে, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে ।। 

ত্বমেকাহজিতা রাজিতা সত্যবাদিন্যমেয়া, জিতা ক্রোধনা ক্রোধনিষ্ঠা । 

ইড়া পিঙ্গলা ত্বং সুষুম্না চ নাড়ী, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে ।। 

শরণমসি সুরাণাং সিদ্ধবিদ্যাধরাণাং, মুনিদনুজ নারাণাং ব্যাধিভিঃ পীড়িতানাং  

নৃপতি গৃহগতানাং দস্যুভিস্ত্রাসিতানাং, ত্বমসি শরণমেকা দেবী দুর্গে প্রসীদ ।।

No comments:

Durga Puja 2015

Some Durga Puja in Guwahati 2014

Jai Maa Durga

Bhaskarnagar Durga Puja 2013