A little girl's awesome dancing
ভারতের বিভিন্ন অঞ্চল ভেদে দুর্গা পূজা ॥
কথিত আছে যে শক্তিশালী রাক্ষস মহিষাসুর একবার ইশ্বরদের সন্তুষ্ট করেছিলেন কঠোর প্রায়শ্চিত্তের মাধ্যমে। সন্তুষ্ট ইশ্বরেরা যখন তাকে বর দিতে চাইলেন তখন তিনি অমরত্ব চাইলেন। তাকে তা দেয়া না হলে তিনি চালাকি করে বর চাইলেন যে কেবলমাত্র একজন নারী যুদ্ধে তাকে হত্যা করলে তার মৃত্যু হবে। তিনি মনে করেছিলেন যে একজন নারী তার শারীরিক শক্তির সাথে কখনো মোকাবিলা করতে পারবে না, আর তাই তিনি আসলে অমর হয়ে রইবেন। এইভাবে বরে শক্তিশালী হয়ে মহিষাসুর পৃথিবী আর স্বর্গে অরাজকতা কায়েম করলেন।
তার সাথে যুদ্ধে পরাজিত হয়ে, ইশ্বরেরা তাদের সম্মিলিত বল দিয়ে শক্তিকে তৈরি করেন যিনি একজন দেবী এবং তার বিভিন্ন রূপ। তারই একটি রূপ দুর্গা। ইশ্বরদের দেয়া অস্ত্রে সজ্জিত হয়ে, দুর্গা যুদ্ধে গেলেন সিংহে চড়ে। তখন এক দীর্ঘ আর ভয়ঙ্কর যুদ্ধ হয় যার শেষে মহিষাসুর মারা যায়। দেবী দুর্গাকে তাই ‘মহিষাসুর মর্দিনী’ বলা হয়। তিনি মা দেবী, সর্ব শক্তিমান যিনি সকল অশুভকে ধ্বংস করেন।
প্রাথমিকভাবে হিন্দুদের এই উৎসব বসন্তে পালিত হত। তবে এখন হেমন্তের উৎসব দেবীর মূল পূজার জাকজমককে ছাড়িয়ে যায়। হেমন্তের এই উৎসব মহাকাব্য রামায়ন অনুসারে শুরু হয়েছে সেই সময় থেকে যখন রাম তাঁর স্ত্রী সিতাকে অপহরণকারী রাবণের কাছ থেকে উদ্ধারের জন্য যুদ্ধে যাওয়ার আগে অভিবাদন জানান দুর্গা দেবীকে। যেহেতু সময়ের বাইরে দেবীর পুজা করা হয়েছিল, রামের করা দুর্গা পুজাকে ‘অকালবোধন’ বলা হয়।
রামের উদাহরণ অনুসারে, ভারতের বিভিন্ন অঞ্চল ভেদে দুর্গা পূজা এখন উদযাপিত হয় ৫ দিন (দুর্গা পূজা)- ১০ দিন ধরে (নবরাত্রি- যেখানে ৯ শক্তির পূজা হয়) ।
দুর্গা পুজার নির্ঘণ্ট ২০১৭
দেবীর নৌকায় আগমন…
দেবীর ঘোটকে গমন…
দেবীর ঘোটকে গমন…
মহা ষষ্ঠী
৯ই আশ্বিন ১৪২৪, ইং ২৬শে সেপ্টেম্বর ২০১৭ (মঙ্গলবার)
পূজারম্ভ সকাল ৯:১৫ মিনিট দেবীর আগমন ও অধিবাস সন্ধ্যা ৮:০০মিনিট
পূজারম্ভ সকাল ৯:১৫ মিনিট দেবীর আগমন ও অধিবাস সন্ধ্যা ৮:০০মিনিট
মহা সপ্তমী
১০ই আশ্বিন ১৪২৪, ইং ২৭শে সেপ্টেম্বর ২০১৭ (বুধবার) নবপত্রিকা প্রবেশ ও স্থাপন সকাল ৯:১৩ মিনিট এর মধ্যে
পূজারম্ভ সকাল ৯:১৫ মিনিট
পুস্পাঞ্জলি সকাল ১১:০০ মিনিট
সন্ধ্যা আরতি ৭:৩০ মিনিট
১০ই আশ্বিন ১৪২৪, ইং ২৭শে সেপ্টেম্বর ২০১৭ (বুধবার) নবপত্রিকা প্রবেশ ও স্থাপন সকাল ৯:১৩ মিনিট এর মধ্যে
পূজারম্ভ সকাল ৯:১৫ মিনিট
পুস্পাঞ্জলি সকাল ১১:০০ মিনিট
সন্ধ্যা আরতি ৭:৩০ মিনিট
মহাঅষ্টমী
১১ই আশ্বিন ১৪২৪, ইং ২৮শে সেপ্টেম্বর ২০১৭ (বৃহস্পতিবার)
পূজারম্ভ সকাল ৯:১৫ মিনিট
পুস্পাঞ্জলি সকাল ১১:০০ মিনিট
সন্ধিপূজা: রাত্রি ৯:১৩ মিনিট থেকে রাত্রি ১০:০০ এর মধ্যে
১১ই আশ্বিন ১৪২৪, ইং ২৮শে সেপ্টেম্বর ২০১৭ (বৃহস্পতিবার)
পূজারম্ভ সকাল ৯:১৫ মিনিট
পুস্পাঞ্জলি সকাল ১১:০০ মিনিট
সন্ধিপূজা: রাত্রি ৯:১৩ মিনিট থেকে রাত্রি ১০:০০ এর মধ্যে
মহানবমী
১২ই আশ্বিন ১৪২৪, ইং ২৯শে সেপ্টেম্বর ২০১৭ (শুক্রবার)
পূজারম্ভ সকাল ৮:৪৫ মিনিট
পুস্পাঞ্জলি সকাল ১০:৩০ মিনিট
সন্ধিপূজা: রাত্রি ৯:১৩ মিনিট থেকে রাত্রি ১০:০০ এর মধ্যে
১২ই আশ্বিন ১৪২৪, ইং ২৯শে সেপ্টেম্বর ২০১৭ (শুক্রবার)
পূজারম্ভ সকাল ৮:৪৫ মিনিট
পুস্পাঞ্জলি সকাল ১০:৩০ মিনিট
সন্ধিপূজা: রাত্রি ৯:১৩ মিনিট থেকে রাত্রি ১০:০০ এর মধ্যে
শ্রীশ্রীবিজয়া দশমী
১৩ই আশ্বিন ১৪২৪, ইং ৩০শে সেপ্টেম্বর ২০১৭ (শনিবার)
পূজারম্ভ সকাল ৮:৪৫ মিনিট
পুস্পাঞ্জলি সকাল ১০:৩০ মিনিট
প্রতিমা বিসর্জন: বিকাল ৪:০০ মিনিট
১৩ই আশ্বিন ১৪২৪, ইং ৩০শে সেপ্টেম্বর ২০১৭ (শনিবার)
পূজারম্ভ সকাল ৮:৪৫ মিনিট
পুস্পাঞ্জলি সকাল ১০:৩০ মিনিট
প্রতিমা বিসর্জন: বিকাল ৪:০০ মিনিট
Subscribe to:
Posts (Atom)